প্রকৌশলী-ঠিকাদারের গাফলতি: মুখ থুবরে পড়েছে রৌমারীর রাস্তার উন্নয়ন

S M Ashraful Azom
0
প্রকৌশলী-ঠিকাদারের গাফলতি মুখ থুবরে পড়েছে রৌমারীর রাস্তার উন্নয়ন


শফিকুল ইসলাম: প্রকৌশলীর উদাসিনতা ও ঠিকাদারের গাফলতিতে মুখ থুবরে পড়েছে রৌমারীর উন্নয়ন। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পাকা কাচা মিলে প্রায় ৭০ টি রাস্তা রয়েছে। 

গত দুই বছর আগে ভয়াবহ বন্যায় অধিকাংশ রাস্তাই ভেঙ্গে গেছে। ওইসব রাস্তাগুলো এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। ফলে দিনের পর দিন যানবাহনতো দুরের কথা জনসাধারনের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। 

ক্ষতিগ্রস্থ ব্রীজ, কালভার্ড ও রাস্তাগুলো সংস্কারের জন্য সরকারি ভাবে এলজিইডি, এডিপি, কাবিটা, কাবিখা, টিআর, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ, এলজিএসপি, লজিক প্রকল্প, আরপিও’র কোটি কোটি টাকা প্রতি বছর বরাদ্দ দেয়। 

এসব বরাদ্দ দিয়ে বোয়ালমারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রীজসহ ডাঙ্গুয়াপাড়া একতা বাজার পর্যন্ত রাস্তা নির্মাণ, বাগের হাট হতে জেসমিনের কুড়া পর্যন্ত রাস্তা, দাঁতভাঙ্গা বাজার হতে হরিণধরা গ্রামের রাস্তা, ধরনীর ব্রীজ হতে বড়াইবাড়ি গ্রাম পর্যন্ত রাস্তা মেরামত, দাঁতভাঙ্গা ভায়া বাইটকামারী হতে রৌমারী সরকারি ডিগ্রি কলেজ মোড় পর্যন্ত ১৪ কিলোমিটার, স্থলবন্দর হতে খাটিয়ামারী পর্যন্ত, শালুর মোড় থেকে সাহেবের আলগা বদিয়ার েেমাড় পর্যন্ত রাস্তা, বদিয়ার মোড় সংলগ্ন পূর্ব পাশে ব্রীজ নিমার্ণ, চরশৌলমারী পূর্ব মসজিদ মোড় হতে ফুলকারচর গ্রাম পর্যন্ত রাস্তা, হাজির হাট হতে ভায়া গণি চেয়ারম্যানের বাড়ি হয়ে মিয়ারচর সোনাভরি নদীর ঘাট পর্যন্ত রাস্তা,রৌমারী গ্রামের রাস্তা, কলাবাড়ি রাস্তা নির্মাণসহ বেশ কয়েকটি রাস্তার কাজ ধীর গতিতে চলছে। এই রাস্তাগুলো সংস্কারের জন্য ৩-৪ বছর আগে বরাদ্দ দেওয়া হলেও উপজেলা প্রশাসন, প্রকৌশলীর উদাসীনতা ও ঠিকাদারের গাফলতির কারনে কাজগুলো বন্ধ রয়েছে। অপর দিকে বিল উত্তোলনের জন্য ঠিকাদারগণ মরিয়া হয়ে উঠেছেন। ইতিমধ্যে উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজসে বেশ কিছু রাস্তার কাজের বিল উত্তোলন করা হয়েছে বলেও জানা গেছে। বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা ও সংস্কারের নামে যে রাস্তাগুলোতে ইটের খোয়া ফেলানোর পর এখনও কাজ শেষ না হওয়ায় দূর্ভোগের সৃষ্টি হয়েছে। আগামী বন্যা আসার আগেই এসব রাস্তার কাজ শেষ না করতে পারলে চরম দূর্ভোগে পড়বে জনসাধারন।

বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামীলীগের উন্নয়নের সরকার রৌমারীর ব্রীজ, কালভার্ড ও রাস্তা সংস্কারের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তবে রহস্যজনক ভাবে উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের অবহেলার কারনে ধীরগতিতে কাজ চলছে। যা সামন্য বৃষ্টি হলেই আবারো ওই রাস্তাগুলো নষ্ট হয়ে যাবে।

দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বলেন, দাঁতভাঙ্গা হতে বাইটকামারী ভায়া রৌমারী কলেজমোড় পর্যন্ত  সড়কটি তিনটি ইউনিয়নের সাথে সংযোগ। হাজারো মানুষ উপজেলা সদরে কাজের জন্য যেতে হয়। সঠিক সময়ে কাজগুলো শেষ না করায় সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুল জলিল বলেন, বিভিন্ন রাস্তার কাজ দ্রæত শেষ করার জন্য জেলা নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি। কাজ শেষ করার জন্য ঠিকাদারকে নোটিশ দিয়েছেন। 
  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top