আমার স্বপ্ন, ডাক্তার হয়ে দেশের জনগনের সেবা করা: প্রণয় বর্মন

S M Ashraful Azom
0
আমার স্বপ্ন, ডাক্তার হয়ে দেশের জনগনের সেবা করা প্রণয় বর্মন


সেবা ডেস্ক: সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার মেধাবী শিক্ষার্থী প্রণয় বর্মনকে মেডিকেল কলেজে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

জানা যায়, দারিদ্রতাকে জয় করেছেন অদম্য মেধাবী শিক্ষার্থী প্রণয় বর্মন। তিনি তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের নারায়ণ বর্মন ও মনি বর্মনের সন্তান। 

শত কষ্টের মাঝেও পড়াশোনা চালিয়ে তিনি এবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকায় এমবিবিএস কোর্সে (মেধা তালিকায় ৪৩৬ নম্বর মেধাক্রমে) ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়েছেন। কিন্তু অর্থাভাবে ভর্তি হতে পারছিলেন না।

রোববার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি তাকে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং যেকোনো প্রয়োজনে যোগাযোগ অব্যাহত রাখার জন্য বলেন।

মেধাবী শিক্ষার্থী প্রণয় বর্মন জানান, তারা এক বোন ও দুই ভাই। ছোট ভাই সূর্য্য বর্মন তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত। তার বাবা একজন মৎস্যজীবী এবং মা মনি বর্মন পাথর শ্রমিক। বিগত ২০১৮ সালে তাহিরপুর উপজেলার তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ এবং ২০২০ সালে সিলেট সরকারি কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন।

ভর্তির জন্য আর্থিক সহায়তা পেয়ে প্রণয় বর্মন আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং বলেন, তার স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের সেবা করা। এ সময় তার বাবা নারায়ণ বর্মন উপস্থিত ছিলেন। সহায়তার জন্য জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top