মেলান্দহে দোস্ত এইডের ত্রাণ বিতরণ
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে দোস্ত এইড’র ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
আসন্ন মাহে রমজান ও করোনা মোকাবেলায় ৭এপ্রিল সকাল ১০টায় উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিন শতাধিক হতদরিদ্রদের মাঝে মাথাপিছু প্রায় আড়াই হাজার টাকার মুল্যের ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি মো: জিন্নাহ।
পৌরমেয়র আলহাজ শফিক জাহেদী রবিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ সরকার আ: সালাম বকুল, দোস্ত এইডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিচালক জহুরুল হক জহির, বিআরডিবির চেয়ারম্যান মনিরুজ্জামান জুয়েল প্রমুখ গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
0 comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।