মেলান্দহে সংঘর্ষে নিহত-১, মহিলাসহ গ্রেপ্তার-৪

S M Ashraful Azom
0
মেলান্দহে সংঘর্ষে নিহত-১, মহিলাসহ গ্রেপ্তার-৪


জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে ধান ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে পাল্টাপাল্টি হামলার ঘটনায় বাবুল শেখ (৩৫) মারা গেছেন। 

এ ঘটনায় দুই নারীসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবুল সাধুপুর গ্রামের মুনসব আলী শেখের ছেলে। সে নয়ানগর ইউনিয়ন যুবলীগের ৭নং ওয়ার্ড সভাপতি। 

৩ মে দিবাগত রাতে বাবুলের ভাই মুক্তি শেখ (৪০) বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলো-সাধুপুর গ্রামের সরাফত আলী ছেলে বাদশা মন্ডল (৩০), তয়েজ মন্ডলের ছেলে শরাফত আলী ফেকু (৫৫), লাল মিয়ার স্ত্রী শেফালী বেগম (৩৫), সরাফত আলীর স্ত্রী সফুরা খাতুন (৪০)।

জানা গেছে, ২ মার্চ সন্ধ্যার আগে বাবুলের চাচাত ভাই নন্দ শেখের ছেলে সোলায়মান (৩৬)’র মধ্যে ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে তর্কবিতর্কের জের ধরে বাবুলের লোকজন সোলায়মানকে মারধর করে। এর জের ধরে পরদিন ৩ মে সকাল ৮টার দিকে সোলায়মানের লোকজন বাবুলের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে সোলায়মানের পক্ষ নিয়ে প্রতিবেশি শরাফত আলীর স্বজনরাও এগিয়ে আসলে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে বাবুল শেখের মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। 

স্থানীয়রা উদ্ধার শেষে প্রথমে মেলান্দহ, পরে জামালপুর-ময়নসিংহ হাসপাতালে ভর্তি করে। সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যায়। মুহুর্তেই বাবুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। 

অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম জানান-রাতেই অভিযান চালিয়ে ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জামালপুর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 
  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top