আব্দুর রহমান পারভেজ, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে করোনায় কর্মহীন অসহায় চারশতাধিক শ্রমজীবীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।।
শনিবার দুপুরে কুড়িগ্রাম স্টুডিয়াম বিভিন্ন শ্রেণীর পেশার এ অসহায় দুস্হ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।।
স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার জান্নাত আরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সুলতানা, তথ্য অফিসের উপ পরিচালক নুরন্নবী খন্দকার বাবলা, প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, সাইদ হাসান লোবান প্রমুখ।
প্রতিটি পরিবার ১০ কেজি চাউল,২ কেজি চিড়া,১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি লবন, নুডলস ও দুধ প্যাকেট দেয়া হয়।।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।