স্টাফ রিপোর্টার: পাবনার আমিনপুরের নাটিয়াবাড়িতে শত-শত এতিম ও দরিদ্রদের ইফতার খাওয়ালেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার আজিজুল হক আরজু। অর্ঘ্য পার্ক কনভেনশন সেন্টারে গতকাল ইফতারপূর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর নির্দেশে ও ব্যক্তিগত অর্থায়নে রান্না করা খাবার বিতরণ করা হয়।
পরে কনভেনশন সেন্টারে এতিম ও দরিদ্রদের সঙ্গে ইফতার করেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের সদস্য আমজাদ হোসেন, পুরানভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান আলী, যুবলীগ নেতা মন্টু, সজীব, কিশোর সাহা।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এম এ হাসেম।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।