ঘরে বসেই যেভাবে দিবেন ভূমি উন্নয়ন কর

S M Ashraful Azom
0
ঘরে বসেই যেভাবে দিবেন ভূমি উন্নয়ন কর



সেবা ডেস্ক: দেশের মানুষ এখন থেকে ঘরে বসেই অনলাইনে দিতে পারবে ভূমি উন্নয়ন কর। এজন্য একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার দেশের সব জেলা প্রশাসনকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, অনলাইনে ভূমি কর প্রদান করতে হলে ভূমির মালিককে প্রথমে অ্যাপ্লিকেশনে নিবন্ধন করতে হবে। একবার নিবন্ধিত হলে ওই ব্যক্তিকে ভবিষ্যতে আর পুনরায় নিবন্ধন করার দরকার হবে না।

নিবন্ধনের তিন উপায়-

১. অনলাইন পোর্টাল land.gov.bd অথবা www.ldtax.gov.bd- এ প্রবেশ করে এনআইডি ও মোবাইল ফোন নম্বর এবং জন্ম তারিখ এন্ট্রি করার মাধ্যমে।

২. কল সেন্টার নম্বর ৩৩৩ বা ১৬১২২-তে ফোন করে এনআইডি নম্বর, জন্ম তারিখ ও জমির তথ্য প্রদান করে।

৩. এনআইডি ব্যবহার করে যেকোনো ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে।

চিঠিতে আরো বলা হয়েছে, নিবন্ধনবিহীন ব্যক্তি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে খাজনা দিতে গেলে ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা প্রথমেই তার সব ডাটা এন্ট্রি করবেন। পাশাপাশি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিজ উদ্যোগে হোল্ডিং মালিকদের তথ্য এন্ট্রি করবেন। নিবন্ধন শেষ হওয়ার পর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিজে ইউনিয়ন ভূমি অফিসে বসে এলডি ট্যাক্স সিস্টেমে অন্যান্য ডাটা অনলাইনে এন্ট্রি করবেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top