আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকান্ড, ২০ পরিবার নিঃস্ব

S M Ashraful Azom
0
আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকান্ড, ২০ পরিবার নিঃস্ব


লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি \ জামালপুরের মেলান্দহে দুরমুঠ ইউনিয়নের রুকনাই আশ্রয়ণ প্রকল্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

জানাগেছে,৪ মে মঙ্গলবার  সন্ধ্যায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে একটি বড় ঘরে আগুন লেগে যায়। এতে ওই ঘরে আশ্রিত ২০টি অসহায় পরিবারের আসবাবপত্র সহ সহায় সম্ভল সবকিছু পুড়ে আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রুকনাই আশ্রয়ণ প্রকল্পের মুরাদুজ্জামানের কক্ষে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে মুহুর্তের মধ্যে সারা ঘরে ছড়িয়ে পড়ে। 

ওই ঘরটির বিভিন্ন কক্ষে বসবাসকারী ২০টি অসহায় পরিবারের চৌকি, বিছানা, মশারিসহ ঘরের সকল আসবাবপত্র ও মজুদ খাদ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলের ইসলামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে মেলান্দহ থেকেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যায় ঘটনাস্থলে। এতে প্রায় ৪০টি পরিবার আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে।

ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. খায়রুল আলম জানান- আগুনে বড় একটি ঘর পুড়ে ২০টি পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। 
  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top