মাদারগঞ্জ হাসপাতালে ৩ কর্মচারিকে মারধর \ ভাংচুর

S M Ashraful Azom
0
মাদারগঞ্জ হাসপাতালে ৩ কর্মচারিকে মারধর \ ভাংচুর



জামালপুর সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জ হাসপাতালের ৩কর্মচারিকে মারধরসহ কম্পিউটার-ল্যাপটপ ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হিসাবরক্ষক জাহাআলম বাদি হয়ে ৫জুলাই সন্ধ্যার দিকে মাদারগঞ্জ থানায় মামলা (নং-৩, তাং-৫/৭/২১) দায়ের করেন। 

মামলায় জেলা পরিষদের সদস্য এবং মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দৌলতুজ্জামান দুলালের ছেলে মামুন ও নাবিলকে আসামী করা হয়েছে। 

প্রহৃত তিন কর্মচারিরা হলেন-হিসাব রক্ষক জাহাআলম, সহকারি হিসাব রক্ষক বেলাল হোসেন এবং অফিস সহায়ক মোশারফ হোসেন।

জানা গেছে, ৫জুলাই টেন্ডারের বিডির টাকা ফেরৎ চাইতে গেলে হিসাব রক্ষক জাহাআলমের সাথে অভিযুক্ত ওই আ’লীগ নেতার দুই ছেলে মামুন ও নাবিলের বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত ওরা দুইজন জাহাআলমকে মারধর শেষে অফিসের ফাইলপত্র তছনছসহ ল্যাপটপ-কম্পিউটার ভাংচুর করে। খবর পেয়ে হাসপাতালের অপর দুই কর্মচারি বেলাল হোসেন ও মোশারফ হোসেন এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়। হট্রগোলের সৃষ্টি হলে মুহুর্তেই স্থানীয়রা হাসপালে ভীড় জমায় এবং হামলাকারিদের হাত থেকে উদ্ধার শেষে মাদারগঞ্জ হাসপাতালে ভর্তি করেছে।

প্রহৃত জাহাআলম জানান-অভিযুক্তরা দলীয় প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে কাগজপত্র অসম্পূর্ণ রেখেই বিডির টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করে আসছিল। 

মাদারগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জয় জানান-আ’লীগ নেতার ছেলেরা ঢাকার এক ঠিকাদারের নামে ওষুধ ও চিকিৎসা সামগ্রী কেনার টেন্ডার জমা দেন। টেন্ডারের বিডির টাকা ফেরতের জন্য কাগজপত্র ঠিক করে আনতে বলার সাথেই উত্তেজিত হয়ে মারধর করে।
অভিযুক্ত নাবিল হট্রগোলের কথা স্বীকার করে বলেন-আমরা কাওকে মারধর করিনি। বরং ওরাই ষড়যন্ত্রমুলকভাবে আমার ভাই মামুনকে মারধর করেছে।

মাদারগঞ্জ থানার অফিসার মাহবুবুল হক জানান-এ ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেপ্তার অভিযান চলছে। 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top