মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে গরীব ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। সংকটের কারণে কর্মহীন গরীব ও অসহায় মানুষের মধ্যে চাল,ডাল,আলু,তৈল, পেয়াজসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন যুবলীগ নেতা বীর মুক্তিযোদ্ধার সন্তান আক্তার সরকার।
মঙ্গলবার বিকালে টঙ্গী পশ্চিম থানা এলাকায় তার অফিসে কঠোর লকডাউনে স্বাস্থ্য বিধি মেনে এসব দেওয়া হয়।
আর্ত মানবতার সেবায় আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আধার আলো ফাউন্ডেশন চেয়ারম্যান ও টঙ্গী পশ্চিম থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান আক্তার সরকারের নিজ অর্থায়নে কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া পরিবারে কথা চিন্তা করে তার সামর্থ অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে শুরু থেকে তিনি গরীব অসহায়দের পাশ্বে ছিলেন এবং বর্তমানে কঠোর লকডাউনে স্বাস্থ্য বিধি মনে তার এই মহৎ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালসহ এলাকার গণ্য মান ব্যক্তিবর্গ।
যুবলীগ নেতা আক্তার সরকার বলেন, আমার ক্ষুদ্র প্রচেষ্টায় করোনা ভাইরাস শুরু থেকে বর্তমানে কঠোর লকডাউনে প্রথম দিন থেকে সার্মথ্য অনুযায়ী তাদের পাশ্বে থাকার চেষ্টা করছি।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।