ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ৩৩০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আলমগীর হোসেন (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। মঙ্গলবার (৬ জুলাই) সকালে উপজেলার মমিনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আলমগীর হোসেন (৩৯) উপজেলার বোয়ালি আদালত পাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব কমান্ডার জানান, র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মমিনপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারির কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা একটি মোটরসাইকেল, একটি মোবাইল, একটি সিম কার্ড ও নগদ এক লাখ ৬৯ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মাদক মামলা দায়ের করা হয়েছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।