স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রামে করোনাকালে পৌরসভার ৯টি ওয়ার্ডের দরিদ্রদের খাদ্য ও নগদ অর্থ সহযোগিতা প্রদানের লক্ষ্যে পৌর আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পৌর সদরে দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি, পৌরসভার মেয়র মো. আনিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা মাহবুবর রহমান বিপুল, হাসান আব্বাসী, জমসেদ আলী, আয়নাল হক, হাজী আব্দুস সামাদ, হাজী আব্দুল আজিজ, আব্দুল ওয়াহাব বাদশা, আব্দুল মান্নান, শাজাহান আলী, মিজানুর রহমান প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।