রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় কুপ্রস্তাবে রাজী না হওয়ায় এক গৃহবধূকে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় আব্দুল আজিজ ওরফে আজিদ (৫০) নামে এক ঘটককে গ্রেফতার করেছে পুলিশ। আব্দিুল আজিজ উপজেলার আনারপুর দহপাড়ার মহির আকন্দের ছেলে।
সোমবার দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে রোববার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল আজিজ পেশাদার ঘটক।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আনারপুর গ্রামের হাচি সেখের ছেলে শিবলু (৩০) দীর্ঘদিন ধরে প্রতিবেশী ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেয়। কিন্ত ওই গৃহবধূ বখাটে শিবলুর কুপ্রস্তাবে রাজী হয়নি। এতে গৃহবধূর উপর ক্ষুব্ধ হয়ে উঠে বখাটে শিবলু। এক পর্যায়ে ৩ জুলাই দুপুরের দিকে শিবলু তার লোকজন নিয়ে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে গালিগালাজ করতে থাকে।
এ সময় প্রতিবাদ করায় ওই গৃহবধূ ও তার মেয়ে এবং মাকে মারপিটে আহত করে শিবলু ও তার লোকজন। একই সময় তারা গৃহবধূকে শ্লীলতাহানি করে। এ ঘটনায় ওই গৃহবধূর মা বাদি হয়ে রোববার রাতে থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় শিবলু ও আব্দুল আজিজ সহ ৬ জনকে আসামী করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। এই মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।