আশরাফুল ইসলাম গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার আয়োজনে পৌর এলাকার কর্মহীন শ্রমজীবী ৪ শত অসহায় পরিবার পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির প্রদানকৃত নগদ অর্থ । ৬ জুলাই মঙ্গলবার সকালে পলাশবাড়ী মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের সভাপতিত্বে এসব অর্থ ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন।
এসময় পলাশবাড়ী পূজা উৎযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাবু নির্মল মিত্র,প্যানেল মেয়রগণ ও কাউন্সিলরবৃন্দ,পৌরসভার প্রধান হিসাব সহকারী কাজল মিয়াসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।