এবারের ঈদে অনলাইন প্লাটফর্মে ২ হাজার ৭৩৫ কোটি টাকার পশু বিক্রি

S M Ashraful Azom
0
এবারের ঈদে অনলাইন প্লাটফর্মে ২ হাজার ৭৩৫ কোটি টাকার পশু বিক্রি


সেবা ডেস্ক: মুসলিম উম্মাহর বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার অনলাইন পশুর হাটে গত ১৯ দিনে ৩ লাখ ৮৭ হাজার ৫৭৯টি পশু বিক্রি হয়েছে। যার মূল্য ২ হাজার ৭৩৫ কোটি ১১ লাখ ১৫ হাজার ৬৭৮ টাকা। অনলাইন পশুর হাটের শেষ দিনে আজ মঙ্গলবার ২৬ হাজার ৬৮১টি কোরবানিযোগ্য পশুর তথ্য আপলোড হয়েছে। বিক্রি হয়েছে ৩৮ হাজার ১৫১টি পশু। ৩১১ কোটি ১ লাখ ৫৭৯ টাকায় এসব পশু বিক্রি হয়েছে। গত সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

২ জুলাই থেকে অনলাইনে কোরবানির পশুর তথ্য আপলোড ও বিক্রির তথ্য জানিয়ে আসছিল অধিদপ্তরটি। আজকের পর থেকে এ তথ্য তারা আর প্রকাশ করবে না। এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) দেবাশীষ দাশ জানান, ‘সরকারি উদ্যোগে মোট ১৯ দিন অনলাইন পশুর হাট পরিচালিত হয়েছে। আগামীকাল বুধবার ঈদ হওয়ায় আজকের পর থেকে কোরবানির পশুকে কেন্দ্র করে আমাদের অনলাইন কার্যক্রম থাকছে না।’

প্রাণিসম্পদ অধিদপ্তর ১ হাজার ৭৬৮টি অনলাইন হাট পর্যবেক্ষণ করেছে। তার মধ্যে সরকারি উদ্যোগে পরিচালিত হয়েছে ৬০২টি, বাকিগুলো বেসরকারি উদ্যোগে। অধিদপ্তরটি বলছে, ২ থেকে ২০ জুলাই পর্যন্ত ১৯ দিনে অনলাইনে ২ লাখ ৯৬ হাজার ৭১০টি গরু/মহিষ এবং ৯০ হাজার ৮৬৯টি ছাগল/ভেড়া বিক্রি হয়েছে। এসব পশু বিক্রি হয়েছে মোট ২ হাজার ৭৩৫ কোটি ১১ লাখ ১৫ হাজার ৬৭৮ টাকায়।
 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top