বকশীগঞ্জে ৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
🕧Published on:
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আইরমারী গ্রাম থেকে ৪ গ্রাম হেরোইনসহ মো. লাভলু মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর একটি দল। ২১ আগস্ট রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লাভলু বকশীগঞ্জ উপজেলার নামাপাড়ার মৃত বাবুল মিয়ার ছেলে।
র্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল ২১ আগস্ট রাত সোয়া সাতটার দিকে জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন আইরমারী (নতুনপাড়া) গ্রামস্থ মো. সুন্দর আলীর মুদির দোকানের পশ্চিম পার্শ্বে সেতুর ওপর অভিযান পরিচালনা করে হেরোইন ব্যবসায়ী মো. লাভলু মিয়াকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার লাভলুর বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে র্যাব।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।