সিনোফার্ম থেকে সাড়ে সাত কোটি করোনার টিকা কিনছে সরকার
সেবা ডেস্ক: প্রাণঘাতি ভাইরাস করোনা প্রতিরোধে চীনের সিনোফার্ম থেকে সাড়ে সাত কোটি ডোজ করোনার টিকা কিনছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে পরিশোধ করা হয়েছে দেড় কোটি ডোজ টিকার দাম। আজ বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, বিভিন্ন দেশকে টিকা দিতে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ৪৪ লাখ টিকা দেশে পৌঁছাবে চলতি মাসেই। এরমধ্যে আগামী সপ্তাহে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ দেশে পৌঁছাবে। এ মাসের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকাও আসবে। এছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে আসবে ফাইজারের ৬০ লাখ টিকা।
তিনি আরো জানান, কোভ্যাক্সের বাইরেও চলতি মাসে বিভিন্ন উৎস থেকে কেনা করোনার টিকা দেশে পৌঁছাবে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।