ফাইজারের টিকা পাবে ১২-১৭ বছরের শিক্ষার্থীরা: স্বাস্থ্যমন্ত্রী
সেবা ডেস্ক: দেশের ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গতকাল শনিবার মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। এরই মধ্যে সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ১০ কোটি টিকার চুক্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, এ পর্যন্ত আমরা আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি। আমরা ভালো আছি। আমাদের অর্থনীতির চাকাও সচল আছে।
মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- মানিকগঞ্জের ডিসি আব্দুল লতিফ, এসপি গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, সাবেক প্যানেল চেয়ারম্যান খবিরুল আলম চৌধুরী।
শেয়ার করুন
1 comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।
সেপ্টেম্বর ১৯, ২০২১ ৬:১৪ AM
12-17 বছরের শিক্ষার্থীদের টিকা নিবন্ধন লিংক প্রকাশ করা হউক ।