![]() |
রৌমারীর মরিয়ম খাতুন (৩৩), যার মুখে রয়েছে চাপ দাড়ি |
শফিকুল ইসলাম: মরিয়ম খাতুন (৩৩) নামের এক নারীর মুখে দাড়ি গজিয়েছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চুলিয়ারচর গ্রামে।
সে উপজেলার আলী হোসেনের স্ত্রী বলে জানা যায়। নারীর মুখে দাড়ি দেখার জন্য উৎসুক জনতা ভির করছে ওই বাড়িতে।
এলাকাবাসি ও পরিবার সুত্রে জানা যায়, গত ১৫ বছর আগে উপজেলার চুলিয়ারচর গ্রামের আব্দুল মতিন এর মেয়ে মরিয়ম খাতুনের সাথে একই গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে আলী হোসেনের সাথে বিয়ে হয়।
বিয়ের ১৫ বছর অতিবাহিত হলেও তাদের ঘরে কোন সন্তান নেই। অভাবের সংসার হলেও দাম্পত্য জীবন ভালোই চলছে।
তাদের নিজস্ব কোন জমা-জমি না থাকায় অন্যের বাড়িতে বসবাস করছেন। অপর দিকে অর্থের অভাবে উন্নত চিকিৎসা নিতে পারছে না মরিয়ম। তারা সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আসাদুজ্জামান বলেন, নারীর মুখে গোঁফ ও দাড়ি পুরুষের মতো মহিলাদের মুখে স্বাভাবিকের চেয়ে বেশি লোম দেখা দিলে তাকে হিরসুটিজম বলে।
যেকোনো বয়সের মহিলাদের বেলায়ই ব্যাপারটি অত্যন্ত বিরক্তিকর। সাধারন ভাবে মহিলাদের মুখে অতিরিক্ত গোঁফ ও দাড়ি হওয়াকে কোনো-না-কোনো রোগের লক্ষণ বলে ধারনা করা হয়।
তবে বংশগত কারনেই এমনটি বেশি হয়ে থাকে।
তাছাড়া মহিলাদের শরীরে এন্ড্রোজেন নামক হরমোনের আধিক্যই এ রোগের কারন।
কোনো কারনে যদি হরমোনের মাত্রা মহিলাদের শরীরে বেড়ে যায় তা হলে তাদের শরীরে এ রকম অতিরিক্ত গোঁফ ও দাড়ি গজাতে থাকে।
তবে তারা উন্নত চিকিৎসা নিতে পারে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।