রৌমারী সীমান্তের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরন-গুলিতে নিহত-১, আহত-৩

S M Ashraful Azom
0
রৌমারী সীমান্তের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরন-গুলিতে নিহত-১, আহত-৩



শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)’র গুলিতে শহিবর রহমান (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

এ ঘটনায় নজরুল ইসলাম নামের অপর এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। শনিবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর-কাউনিয়ারচর সীমান্তের মেইন পিলার ১০৫৪-১০৫৫ পিলারের এর কাছে এ ঘটনা ঘটে। 

নিহত শহিবর একই ইউনিয়নের আমবাড়ী গ্রামের ইছার উদ্দিনের ছেলে। 

নিহতের স্ত্রী লিলি পারভীন বলেন, আমার স্বামী মাছ ধরতে সীমান্তের কাছে গেলে বিএসএফ গুলি করে। পরে বাড়িতে আনার সময় মারা যায়। আমি এর বিচার চাই।

জামালপুর ৩৫ বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, খেতারচর-কাউনিয়ারচর সীমান্ত দিয়ে ১৫-২০ জনের একটি দলের সঙ্গে ভারতের দ্বীবচর সীমান্তে বাঁশের তৈরি আড়কি দিয়ে কাঁটাতারের ওপর দিয়ে অবৈধভাবে গরু আনতেন চোরাকারবারিরা। 

এ সময় ভারতীয় বিএসএফ ৬ ব্যাটালিয়নের দ্বীবচর ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ করে গুলি ছুড়লে সবাই পালিয়ে আসেন। 

তবে ঘটনাস্থালে গুলিবিদ্ধ হয়ে মারা যান শহিবর। এ ঘটনায় আরো একজন গুলিবিদ্ধ হন।

দাঁতভাঙ্গা ইউপি সদস্য আবু সাইদ বলেন, গুলিবিদ্ধ লাশ বশির আলীর বাড়িতে আছে। তবে গরু চোরাকারবারি কি না আমার জানা নেই।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ্ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং নিহত ব্যক্তির ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

অপরদিকে একই সময়ে ধর্মপুর সীমান্তে ককটেল বিস্ফোরনে আহত হয়েছেন ২জন। 

ইটালুকান্দা চুলকানীর খাল নামক স্থানে দুই রাউন্ড গুলি ছুড়ে ভারতীয় বিএসএফ।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top