দশমণ ওজনের মৃত ডলফিন উদ্ধার করলো কাজিপুরের জেলেরা
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়ার জেলেরা যমুনা থেকে উদ্ধার করলো একটি মৃত শুশুক।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে যমুনার নাটুয়ারপাড়া ঘাট এলাকা থেকে জেলেরা শুশুকটিকে ভেসে যেতে দেখে জাল ফেলে ধরে ফেলে।
শুশুকটির ওজন প্রায় দশ মন বলে জানিয়েছেন নাটুয়ারপাড়া ঘাটের চেইনমাস্টার রফিকুল ইসলাম।
স্থানীয়সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ওই নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন দুলাল নামের এক জেলে। তিনি শুশুকটিকে ভেসে যেতে দেখেন।
এসময় সহযোগীদের নিয়ে শুশুকটির নিকটে গিয়ে বেড় জালে আটকে টেনে নৌকায় উঠিয়ে নেন।
ধারণা করা হচ্ছে শুশুকটি কোন নৌকার পাখার সাথে আঘাত লেগে মারা গেছে। তবে শুশুকটির গায়ে পচন ধরেনি।
জেলে দুলাল জানান, মনে করেছিলাম ওটা আহত হয়েছে। কিন্তু জালে তোলার সময় বুঝলাম আগেই শুশুকটি মারা গেছে। এখন এটিকে কেটে তেল উঠাবো।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী শুশুকটি সম্পর্কে গ্রাম পুলিশের মাধ্যমে জেনেছেন বলে স্বীকার করে জানান, যমুনার কাজিপুর পয়েন্টে এটিই প্রথম শুশুক মৃত্যুর ঘটনা।
মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।