উল্লাপাড়ায় বৃষ্টির পানির জলাবদ্ধতার দুর্ভোগে শত শত মানুষ

S M Ashraful Azom
0
উল্লাপাড়ায় বৃষ্টির পানির জলাবদ্ধতার দুর্ভোগে শত শত মানুষ



উল্লাপাড়া প্রতিনিধি: সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রাস্তা তলিয়ে যায় হাটু সমান পানিতে। সেই সাথে বৃষ্টির পানি রাস্তা গড়িয়ে ঢুকে পড়ে আশপাশের বাসা-বাড়ি থেকে শুরু করে ছোটখাটো কারখানা ও অফিসগুলোতেও। 

এমন অবস্থা থেকে যেন কিছুতেই মিলছে না ঘোষগাঁতী মহল্লার মুক্তি। বর্ষা কিংবা ঋতুভেদহীন বৃষ্টিতেই তলিয়ে যায় উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী মহল্লার মায়া মন্দির সংলগ্ন এলাকাবাসির যাতায়াতের প্রধান সড়কটি। 

খোদ এমন চিত্র রয়েছে উল্লাপাড়া পৌরসভার এলাকার বেশকিছু সড়কের। এ নিয়ে বিগত কয়েক মাস ধরে গণমাধ্যমে দুর্ভোগের চিত্র প্রকাশ পেলেও নিরসনের তেমন কোন উদ্যোগ নেই কতৃপক্ষের।

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনেও ড্রেনেজ ব্যবস্থা স্থাপন না করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এই দুর্ভোগের শিকার হচ্ছেন মহল্লাবাসি।

বর্ষা মৌসুমে মাঝে মধ্যে বৃষ্টিপাত হলেই উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী নামক এলাকায় চোখে পড়ে এমন জলাবদ্ধতায় শিকার হওয়া স্থানীয়দের চরম দুর্ভোগের চিত্র। 

মানুষ ও যানবাহন চলাচলের একমাত্র রাস্তাটি বৃষ্টিতে তলিয়ে যায় প্রায় এক থেকে দেড় ফুট উচ্চতার পানির নিচে। 

সেই সাথে বৃষ্টির পানি ঢুকে পড়েছে নিচু বাসা-বাড়ি থেকে শুরু করে দোকানপাট ও অন্যান্য স্থাপনায়।

ভুক্তভোগী ঘোষগাঁতী মহল্লার বাসিন্দা উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, সামান্য বৃষ্টি হলেই এলাকার যাতায়াতের প্রধান সড়কটি পানিতে তলিয়ে যায়। 

রাস্তা তলিয়ে গেলে মহল্লার শত শত শিক্ষার্থী ও কর্মজীবি মানুষের যাতায়াত বন্ধু হয়ে যায়। 

এলাকার বসবাসরত মানুষ মৌখিকভাবে বহুবার পৌরসভার কাউন্সিলর ও জনপ্রতিনিদের জানালেও ড্রেনেজ ব্যবস্থা স্থাপন এবং রাস্তা সংস্কারের নেই কোন তেমন উদ্যোগ।

তবে নাগরিকদের এই দুর্ভোগ নিরসনে কাউন্সিলর হিসেবে কিছু করণীয় আছে কি-না? প্রশ্নের জবাবে সরল স্বীকারোক্তি আর আশ্বাস ছাড়া যেন কিছুই নেই কাউন্সিলর মহোদয়ের কাছে। 

উক্ত ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এস. এম আমিরুল ইসলাম আরজু'র সাথে কথা বললে তিনি জানান, পৌরসভা থেকে কোন বরাদ্দ না থাকায় রাস্তার কাজে হাত দিতে পারছেন না তিনি। 

চলতি অর্থবছরে বরাদ্দ পাবার কথা থাকলেও করোনার কারনে আটকে গেছে সকল উন্নয়ন কার্যক্রম। তবে সামনে বরাদ্দ পাওয়া সাপেক্ষে ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা সংস্কারের কাজ করা হবে। 

উল্লাপাড়া পৌরসভার ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাফিউল ইসলাম জানান, নতুন পরিকল্পনায় পৌরসভার বিভিন্ন মহল্লার রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা চলছে। 

নগর পরিকল্পনার উন্নয়নের বাজেট বরাদ্দ পাওয়া সাপেক্ষে কাজ করা হবে। 

পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে উন্নয়ন কার্যক্রম বন্ধ ছিল। 

অল্প সময়ের মধ্যেই নতুন করে অগ্রাধিকার ভিত্তিতে অবহেলিত এলাকার উন্নয়ন কাজ শুরু করা হবে। 

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top