ধুনটে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন

S M Ashraful Azom
0
ধুনটে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন



রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে। এ উপজেলার ২ লাখ ৯ হাজার ৮৩২জন জন ভোটার এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র ক্রমান্বয়ে পাবেন। 

২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত যারা ভোটার হয়েছিলেন তারাই এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধুনট পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার ১২ জন ব্যক্তির হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসের (আইডিএ ২য় পর্যায়) প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোঃ ফজলুল কাদের, এনডিসি, পিএসসি। 

এর আগে তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন।

বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল হক, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম-সেবা), বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেন, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী প্রমুখ।

উল্লেখ্য, স্মার্ট জাতীয় পরিচয়পত্র দিয়ে ২৪ ধরনের নাগরিক সুবিধা পাওয়া যাবে। ধুনট উপজেলা ও পৌর এলাকায় ৮২ দিনব্যাপী পর্যায়ক্রমে এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। 

স্মার্ট কার্ড সংগ্রহের জন্য ভোটারদেরকে পুরনো জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top