অভিমানে স্কুল ছাত্রের বিষপানে আত্মহত্যা
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাবা-মার সাথে অভিমান করে বিষপানে শুভ(১৪) নামের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
শুভ কাজিপুর উপজেলার চরাঞ্চলের কান্তনগর গ্রামের হেলাল উদ্দিনের পুত্র ও কান্তনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়সূত্রে জানা গেছে, গত গত বুধবার বাবা-মার সাথে অভিমান করে বিষপান করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে শজিমেক হাসপাতালে নেয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত দুইটায় সে মারা যায়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। লাশ দাফন করেছে স্বজনরা।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।