জামালপুর সংবাদাদাতা : জামালপুর জেলার মেলান্দহে মাদারদহ নদীতে মাছ ধরতে গিয়েজেলে আলাল উদ্দিন (৪০) মারা গেছেন।
তিনি চারাইলদার গ্রামের অসিম উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে ১১ অক্টোবর সকাল ৭টার দিকে।
একই গ্রামের নূরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪২) কে অজ্ঞান অবস্থায় মেলান্দহ হাসপাতালে ভর্তি করেছে।
জানা গেছে, সোমবার সকালে মাদারদহ নদীতে আটকে যাওয়া মাছ ধরার জাল ছাড়াতে পানিতে ডুব দিলে আলাল উদ্দিন নিখোঁজ হন।
প্রায় তিন ঘন্টার পর তার লাশ পাওয়া যায়। অপরদিকে সাইফুল ইসলামকে অচেতন অবস্থায় উদ্ধার শেষে মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হয়।
মেলান্দহ হাসপাতালের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ফজলুল হক জানানা-সাইফুল ইসলামের অবস্থা শংকামুক্ত।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।