দাবানল ঠেকাতে আয়ারল্যান্ডে ছাগল মোতায়েন!

S M Ashraful Azom
0
দাবানল ঠেকাতে আয়ারল্যান্ডে ছাগল মোতায়েন!



সেবা ডেস্ক: ডাবলিনের পাহাড় গুলোতে দাবানল ঠেকাতে আয়ারল্যান্ডের সরকারের উদ্যোগে মোতায়েন করা হয়েছে আইরিশ ছাগল।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ঐতিহাসিক এবং বিলুপ্তপ্রায় এই দাঁড়িওয়ালা প্রজাতির ছাগলের প্রধান খাদ্য মটর জাতীয় এক ধরনের গাছের গুল্ম। 

এই খাবারেই সুস্থ্যভাবে বেড়ে ওঠে এই জাতের ছাগল ছানা, এক পর্যায়ে বংশ বিস্তারও করে। এই জাতীয় লতা গুল্মের গাছে ভরা ডাবলিনের পাহাড়। 

আর এটিই প্রচণ্ড দাহ্য হওয়ায়, দাবানলের সহায়ক হিসাবে কাজ করে।

আয়ারল্যান্ডের সরকার মূলত এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন। 

দাহ্য লতাগুল্ম খেয়ে একদিকে ছাগল উৎপাদন বাড়বে। 

অন্যদিকে এধরনের গুল্ম, ছাগল খেয়ে ফেললে অনেকটাই কমে যাবে দাবানলের আশঙ্কা।

এদিকে প্রাণি সংরক্ষণকারীরা আশা করছেন, প্রায় পাঁচ হাজার বছর আগের এই প্রজাতির ছাগলের বিলুপ্তি ঠেকাতেও এই উদ্যোগ খুব কাজে দিবে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top