বকশীগঞ্জে রোপা আমনে পোকার আক্রমণে দিশেহারা কৃষক

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে রোপা আমনে পোকার আক্রমণে দিশেহারা কৃষক



শামীম তালুকদার: জামালপুরের বকশীগঞ্জে চলতি মৌসুমের রোপা আমনের ক্ষেতে মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকার আক্রমণ দেখা দিয়েছে।

রোপা আমনে পোকার আক্রমণে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। ফসলের ক্ষেতে কীটনাশক ব্যবহার করেও পোকা দমন করা যাচ্ছে না। ফলে কৃষকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসমে বকশীগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১২ হাজার ৭১২ হেক্টর জমিতে রোপা আমণের চাষাবাদ করা হয়েছে। 

এর মধ্যে হাইব্রিড ৬ হাজার ৭৬০ হেক্টর, উফশী জাত ৫ হাজার ৫৫২ হেক্টর ও স্থানীয় জাত ৪ শ হেক্টর জমিতে রোপা আমণ চাষ করা হয়েছে। 

গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বকশীগঞ্জ উপজেলার ৪ টি ইউনিয়নে বন্যা হয়। বন্যায় ৪ হাজার হেক্টর জমির রোপা আমন পানিতে নিমজ্জিত হয়। 

রোপা আমনের ক্ষেত থেকে পানি নেমে গেলে কিছু দিন পর থেকে এসব ক্ষেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। 

বিশেষ করে বন্যা কবলিত সাধুরপাড়া, বগারচর , মেরুরচর ও নিলক্ষিয়া ইউনিয়নের রোপা আমন ক্ষেতে মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকার আক্রমণ দেখা দিয়েছে। 

পোকার আক্রমণ অব্যাহত থাকলে এবারের রোপা আমন চাষে ফলন বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। 

স্থানীয় কৃষকরা জানান, পোকার আক্রমণে তারা দিশেহারা হয়ে পড়েছেন। তারা বিভিন্ন বালাইনাশক ব্যবহার করেও পোকা দমন করতে পারছেন না। 

সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড় গ্রামের কৃষক লালচান মিয়া জানান, এবছর পোকার আক্রমণ ব্যাপকভবে বৃদ্ধি পেয়েছে।

নিয়মিত বালাইনাশক ব্যবহার করলেও কোন কাজ হচ্ছে না। ফলে তারা অনেকটায় হতাশ হয়ে পড়েছেন। 

অপরদিকে বৃষ্টি না হওয়ায় স্যালো মেশিন দিয়ে ক্ষেতে পানি দেওয়া হচ্ছে। ফলে পোকা দমন করতে ও পানি দিতে গিয়ে অতিরিক্ত খরচ গুণতে হচ্ছে । 

উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তাগণ পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষকদের পরামর্শ প্রদান করলেও জনবল সংকটের কারণে সব এলাকায় তারা যেতে পারছেন না। 

সীমিত জনবল দিয়ে কৃষক পর্যায়ে সেবা পৌঁছানো তাদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। 

বকশীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ জানান, মাজরা পোকা ও পাতা পোড়ানো রোগ দমনে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ প্রদান করে যাচ্ছেন। 

কৃষকরা একটু সচেতন হলেই এসমস্যা আর থাকবেনা

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top