বকশীগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শতাধিক অসহায়, বিধাব, দুস্থ ও নদী ভাঙনের শিকার পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার বিকালে মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিক মেরুরচর ইউনিয়নের শতাধিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় সিদ্দিকুর রহমান সিদ্দিক এলাকার মানুষের সাথে মতবিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।
সেই সাথে তিনি বিভিন্ন পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাদের সমর্থন চান।
আর্থিক সহায়তা প্রদান কালে সমাজসেবক ও মেরুরচর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইদ্রিস আলী, সাখাওয়াত হোসেন , সানী সরকার , আবদুর রহমান আল নয়ন, সহ যুব লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।