জামালপুরের সকল বিটে একযোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
🕧Published on:
![]() |
সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখছেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ |
মনিরুজ্জামান লিমন: অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার জামালপুর জেলার সকল থানা এলাকার ৯৩ টি বিটে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে একযোগে “সম্প্রীতি সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর পৌরসভার বগাবাইদ ১১/১২ নং বিটে সম্প্রীতি সমাবেশে জামালপুরের পুলিশ সুপার যোগদান করেন।
জামালপুর জেলায় সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করার জন্য সর্ব-স্তরের সাধারণ জনগণকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান করেন।
যেকোনো মূল্যে দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য আহ্বান জানান।
কোন অপ্রীতিকর ও উস্কানিমূলক ঘটনা নজরে আসলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা ও জামালপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম এবং জামালপুর পুলিশ সুপার কে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে বলেন এবং কোন প্রকার উস্কানিমূলক পোস্ট থেকে বিরত থাকতে বলেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকির হোসেন সুমন, পৌর মেয়র ছানুয়ার হোসেন ছানু, ওসি সদর রেজাউল ইসলাম খান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।