মহামায়ার সৌন্দর্যে মুগ্ধ হলেন মালদ্বীপের হাইকমিশনার
সেবা ডেস্ক: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মীরসরাইয়ের মহামায়া ইকোপার্ক ভ্রমণ করেছেন রাজধানী ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির।
গতকাল বুধবার (১৩ অক্টোবর) সকালে ব্যক্তিগত সফরের অংশ হিসেবে ১৪ সদস্য বিশিষ্ট একটি টিম নিয়ে তিনি মহামায়া লেক ভ্রমণ করেন তিনি।
মালদ্বীপের হাইকমিশনারের গাড়ি বহর সকাল সাড়ে ৯টায় মহামায়া ইকোপার্কে পৌঁছে। এ সময় তারা ইকোর্পাক ঘুরে দেখেন ও লেকে নৌকা নিয়ে ঘুরে বেড়ান। প্রায় দেড় ঘণ্টা সেখানে অবস্থানের পর হাইকমিশনার ও তার দল চট্টগ্রাম মহানগরের উদ্দেশে রওনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ‘মহামায়ার প্রাকৃতিক সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়েছেন। প্রায় দেড় ঘণ্টা অবস্থান শেষে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন।’
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।