রাশিয়ার হেলিকপ্টার কিনছে বাংলাদেশ পুলিশ, চুক্তি সই

🕧Published on:

রাশিয়ার হেলিকপ্টার কিনছে বাংলাদেশ পুলিশ, চুক্তি সই



সেবা ডেস্ক: বাংলাদেশ পুলিশে’র বহরে যুক্ত হচ্ছে দুটি হেলিকপ্টা’র। হেলিকপ্টা’র দুটো কিনতে রাশিয়া’র সঙ্গে চুক্তি হয়েছে। 

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজী’র আহমেদ এবং জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সে’র মহাপরিচালক অ্যান্ড্রে বগিনস্কি ভার্চুয়ালি নিজ নিজ প্রতিষ্ঠানে’র পক্ষে চুক্তিতে স্বাক্ষ’র করেন। 

গতকাল সকালে পুলিশ সদ’র দফতরে’র ‘হল অব প্রাইডে’ চুক্তি স্বাক্ষ’র অনুষ্ঠিত হয়।

পুলিশ সদ’র দফতরে’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এতে আ’রও বলা হয়, জননিরাপত্তা বিধান এবং দেশে’র আইনশৃঙ্খলা ‘রক্ষায় বাংলাদেশ পুলিশে’’র সক্ষমতা ও দক্ষতা আ’রও বৃদ্ধি’র লক্ষ্যে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টা’র ক্রয়ে’র চুক্তি স্বাক্ষ’র হয়েছে। 

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে’র জননিরাপত্তা বিভাগে’র সিনিয়’র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত রাশিয়া’র অ্যাম্বাসেড’র আলেকজান্ডা’র মানতিতস্কি, পুলিশে’’র অতিরিক্ত আইজি ও বিভিন্ন ইউনিট প্রধানরা উপস্থিত ছিলেন।


 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।