দেওয়ানগঞ্জে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭২ এর মাঠ ফসল দিবস উদযাপন

🕧Published on:

দেওয়ানগঞ্জে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭২ এর মাঠ ফসল দিবস উদযাপন



ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: ১১ নভেম্বর বৃহস্পতিবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর বাজারের পুর্বপাশে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭২ এর প্রদর্শনী প্লটে মাঠ দিবস উৎযাপন করা হয়। 

ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন এর অংশিদারিত্বে হারভেস্ট প্লাস এর বাস্তবায়নে জিংক সমৃদ্ধ ধান ব্যাপকভাবে উৎপাদনের লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

প্রজেক্ট অফিসার পলাশ গোসামী,র সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সাইফুল আযম খান জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা জামালপুর। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রিয়তোষ রায় উপ-পরিচালক (কেঃ গ্রাঃ) বিএডিসি জামালপুর। 

আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওসমান গনি, ডাংধরা ইউপি সদস্য মোঃ আয়নাল হক, হারভেস্ট প্লাস এর দেওয়ানগঞ্জ এর সিইএস শহিদুর রহমান, সিইএফ হাফিজুর রহমান, সিইএফ রাশিদুল ইসলাম, সিইএফ হাসিনা বেগম সহ দেড়শত কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি বলেন মানুষের দেহের জিংকের ঘাটতি পুরণের জন্য জিংক সমৃদ্ধ ধান ব্যাপকভাবে চাষ করতে হবে। 

আমন মৌসুমের জন্য ব্রি ধান ৬২, ব্রি ধান ৭২, বিনাধান ২০ এবং বোরো৷ মৌসুমের জন্য ব্রি ধান ৭৪, ব্রি ধান ৮৪। এছাড়াও বারি গম ৩৩ এর চাষাবাদে ব্যাপক ফলন পাওয়া যায়।  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।