সরিষাবাড়ীতে প্রতিবন্ধীকে অমানুষিক নির্যাতন, বিচারের দাবীতে মানববন্ধন

Seba Hot News : সেবা হট নিউজ
0
সরিষাবাড়ীতে প্রতিবন্ধীকে অমানুষিক নির্যাতন, বিচারের দাবীতে মানববন্ধন



জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবক মো. রাসেল মিয়াকে(২২) চোরের অপবাদ দিয়ে মারধরকারী বখাটে শিপন মিয়াকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলার পোগলদিঘা এস ই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয় সড়কে এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। 

বীর মুক্তিযোদ্ধা মনির হোসেনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে গোবিন্দপটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, পোগলদিঘা ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মো. জামাল উদ্দিন, উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি শাহনাজ পারভীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা, জাতীয় শ্রমিক লীগ ২নং পোগলদিঘা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহীনুর রহমান আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যার পর উপজেলার পোগলদিঘা ইউনিয়নের একুশের মোড় এলাকার শিপন, দোকানদার ফিরোজ, হৃদয়, ইলিয়াসসহ কয়েকজন শুক্কুর আলীর মানসিক ভারসাম্যহীন ছেলে মো. রাসেল মিয়াকে বিনা কারণে চোরের অপবাদ দিয়ে মারধর করে। 

এতে তার পাজরের দুটি হাড় ভেঙে যায়। ধারালো যন্ত্র দিয়ে নখ উপরে ফেলা হয়। দীর্ঘদিন সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে নিজ বাড়িতে মানবেতর জীবনযাপন করছে। 

এ ঘটনায় থানায় অভিযোগ করেও কোনো লাভ হয়নি, বরং আসামীরা প্রকাশ্যে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। এলাকাবাসী দ্রæত আসামীদের ধরতে প্রশাসনের আন্তরিকতা ভূমিকা রাখার দাবী জানান।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top