জনগণের শক্তিই, আ’লীগের শক্তি: সভাপতি
🕧Published on:
সেবা ডেস্ক: দেশে’র কিছু মানুষ আওয়ামী লীগকে কীভাবে ক্ষমতা থেকে সরানো যায় সেজন্য মিটিং ক’রছে উল্লেখ করে বাংলাদেশ স’রকারে’র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণে’র শক্তিই আ’লীগে’র শক্তি। আমরা জনগণে’র সেবায় কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বে’র মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে গেছে। আমরা জনগণে’র কল্যাণে কাজ ক’রছি। উন্নয়নে’র ছোঁয়া গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। সব শ্রেণি পেশা’র মানুষ উন্নয়নে’র ছোঁয়া পেয়েছে। বিএনপিকে কোন আশায় মানুষ ভোট দেবে? পলাতক আসামি যে দল চালায় জনগণ তাদে’র কি আশায় ভোট দেবে?’
গতকাল শুক্রবা’র (১৯ নবেম্ব’র) বিকেলে তা’র স’রকারি বাস’ভবন গণভবনে আ’লীগে’র কার্যনির্বাহী সংসদে’র বৈঠকে সভাপতিত্বকালে দেওয়া প্রা’রম্ভিক ভাষণে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘এরা দেশে’র গরীবে’র টাকা লুট করে বিদেশে পাচা’র করেছে। বিদেশে বসে আরাম আয়েশে আছে। তাদে’র এই আয়ে’র উৎস কি?’
দেশে’র ব্যাপক উন্নয়নে’র প’রও যারা দেশে-বিদেশে অপপ্রচা’র চালাচ্ছে তাদে’র বিরুদ্ধে দলে’র নেতাকর্মীদে’র সচেতন হওয়া’র আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘এত উন্নয়নে’র প’রও কিছু মানুষ বিদেশে ও দেশে বসে অপপ্রচা’র ক’রছে। তাদে’র বিরুদ্ধে সচেতন হতে হবে, অপপ্রচারে’র জবাব দিতে হবে।’
তিনি দেশে’র সুবিধাভোগী স্বার্থান্বেষী মহলে’র সমালোচনা করে বলেন, ‘কিছু মানুষ আছে যারা হাজা’র অপরাধ’কারীকেও অপরাধী হিসেবে দেখে না। দুর্নীতি’র বিরুদ্ধে কথা বললেও তারা দুর্নীতিতে সাজাপ্রাপ্তদে’র পক্ষ নেয়। যারা হাজা’র হাজা’র কোটি টাকা বিদেশে পাচা’র করেছে, এতিমে’র টাকা আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত হয়েছে তাদে’র জন্যই তারা মায়াকান্না ক’রছে।’
খালেদা জিয়া’র টার্গেট সব সময় তিনি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া ঘোষণা দিয়েছিল যে, আমি প্রধানমন্ত্রী কেন বিরোধী দলীয় নেতাও হতে পা’রবো না, শত বছরেও ক্ষমতা’য় আসতে পা’রবো না। এসব ঘোষণা’র প’রই গ্রেনেড হামলা হয়েছিল।’
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।