নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে ওয়ার্কার্স পার্টির ৬ প্রস্তাব
🕧Published on:
সেবা ডেস্ক: বাংলাদেশে’র রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, রাজনীতিতে গুণগত মান নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে রাজনীতিবিদদে’র জন্য রাজনীতি করা কঠিন হয়ে যাবে।
তিনি
বলেন, রাজনীতি হচ্ছে জনগণে’র কল্যাণে’র জন্য। এ ব্যাপারে রাজনৈতিক
দলগুলোকে তৃণমূল পর্যায়ে সঠিক জনমত গড়ে
তুলতে হবে।
মঙ্গলবা’র
সন্ধ্যায় নতুন নির্বাচন কমিশন
গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলো’র সঙ্গে বঙ্গভবনে চলমান সংলাপে’র পঞ্চম দিনে বাংলাদেশে’র ওয়ার্কার্স
পার্টি’র সভাপতি রাশেদ খান মেননে’র নেতৃত্বাধীন
৭ সদস্যে’র একটি প্রতিনিধি দল
রাষ্ট্রপতি’র সঙ্গে আলোচনায় অংশ নেন। সেখানে তারা একটি স্বাধীন
নি’রপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন
কমিশন গঠনে’র জন্য ছয়টি প্রস্তাবনা
রাষ্ট্রপতি’র কাছে পেশ করেন।
রাষ্ট্রপতি’র
প্রেস সচিব জয়নাল আবেদীন
ওয়ার্কার্স পার্টি’র সঙ্গে সংলাপ শেষে এসব কথা
জানান।
রাষ্ট্রপতি’র
উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব
জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপ্রধান একটি স্বাধীন নি’রপেক্ষ
ও গ্রহণযোগ্য ইসি গঠনে’র ব্যাপারে
সকল রাজনৈতিক দলে’র সহযোগিতা কামনা করেন।
আবেদীন
জানান, প্রতিনিধি দল নির্বাচন কমিশন
গঠনে রাজনৈতিক দলগুলো’র সঙ্গে আলোচনা’র উদ্যোগ নেয়া’র জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ
জানান। তারা নির্বাচন কমিশন
গঠনে রাষ্ট্রপতি’র কাছে ছয় দফা
প্রস্তাব পেশ করেন।
প্রতিনিধি
দল বলেন, নির্বাচন কমিশন যাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণমুক্ত
ও স্বাধীনভাবে কাজ ক’রতে পারে
সে বিষয়টি নিশ্চিত করা জরুরি।
নেতৃবৃন্দ
বলেন, তারা বছরে’র শুরুতেই
জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নে’র
জন্য প্রস্তাব করেন। এছাড়া নির্বাচন কমিশন থেকে নির্বাচনী আইনসমূহে’র
যথাযথ প্রয়োগ নিশ্চিত করা’র ব্যাপারে তারা মতামত দেন।
ওয়ার্কার্স
পার্টি নির্বাচন কমিশন গঠনে সুশীল সমাজে’র
প্রতিনিধিদে’র মতামত গ্রহণে’রও প্রস্তাব দেন।
রাষ্ট্রপতি’র
কার্যালয়ে’র সচিব সম্পদ বড়ুয়া,
সামরিক সচিব মেজ’র জেনারেল
এস এম সালাহ উদ্দিন
ইসলাম, রাষ্ট্রপতি’র প্রেস সচিব মো. জয়নাল
আবেদীন এবং সচিব (সংযুক্ত)
মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময়
উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি
হামিদ গত ২০ ডিসেম্ব’র
সংলাপে’র প্রথম দিনে সংসদে প্রধান
বিরোধী দল জাতীয় পার্টি’র
সঙ্গে আলোচনা করেন।
এ পর্যন্ত মোট সাতটি রাজনৈতিক
দলে’র সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
চলমান
সংলাপে’র অংশ হিসেবে আগামী
২৯ ডিসেম্ব’র বুধবা’র বিকেল চা’রটায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এ’র সঙ্গে এবং
ইসলামী ঐক্যজোটে’র সঙ্গে আলোচনা হবে ২৯ ডিসেম্ব’র
বুধবা’র সন্ধ্যা ৬টায়। ২ জানুয়ারি বৈঠক
হবে গণফোরামে’র সঙ্গে সন্ধ্যা ৬টায় এবং বিকল্প
ধারা বাংলাদেশ এ’র সঙ্গে সন্ধ্যা
৭টায় এবং আগামী ৩
জানুয়ারি সংলাপ হবে গণতন্ত্রী পার্টি’র
সঙ্গে সন্ধ্যা ৭টায়।
অন্যান্য
রাজনৈতিক দলগুলো’র সঙ্গে আলোচনা’র তারিখ এখনো নির্ধারিত হয়নি।
এ’র
আগে নবম, দশম ও
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে
রেখে রাজনৈতিক দলগুলো’র অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।
রাষ্ট্রপতিকে
সিইসি এবং অনধিক চা’রজন
নির্বাচন কমিশনা’র নিয়োগে’র ক্ষমতা দেওয়া হয়েছে।
গত কয়েকটি মেয়াদে রাষ্ট্রপতি ‘সার্চ কমিটি’’র সুপারিশে’র ভিত্তিতে
নির্বাচন কমিশন গঠন করেছেন।
বর্তমান ইসি’র পাঁচ বছরে’র মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরে’র ১৪ ফেব্রুয়ারি। এ সময়ে’র মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন ক’রবেন, যাদে’র অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।