জামালপুরে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

S M Ashraful Azom
0
জামালপুরে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত



জামালপুর প্রতিনিধি: একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। আমজাদ হোসেনের নিজ জেলা জামালপুরে নানা আয়োজনে পালিত হয়েছে তার মৃত্যুবার্ষিকী।

মঙ্গলবার দুপুরে শহরের বকুলতলা চত্বর থেকে আমজাদ হোসেন চর্চা কেন্দ্রের আয়োজনে একটি মৌন শোভাযাত্রা বের হয়। 

শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়। 

মৌন শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, কবি আলী জহির, সাযযাদ আনসারী প্রমুখ। 

পরে আমজাদ হোসেনের কবরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা অর্পন শেষে তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।   

উল্লেখ্য, ১৯৪২ সালের ১৪ আগষ্ট জামালপুর শহরের ইকবালপুরে জন্ম গ্রহণ করেন আমজাদ হোসেন এবং ২০১৮ সালের ১৪ ডিসেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। 

পরে জামালপুরে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top