আল জাজিরার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবেন সাবেক সেনা প্রধান আজিজ

S M Ashraful Azom
0
আল জাজিরার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবেন সাবেক সেনা প্রধান আজিজ



সেবা ডেস্ক: সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে’র এক অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশে’র সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ৷ এক ঘণ্টা’র ওই অনুষ্ঠানে ডয়চে ভেলে’র বাংলা বিভাগে’র প্রধান খালেদ মুহিউদ্দীনে’র নানা প্রশ্ন তা’র বিরুদ্ধে উঠা নানা অভিযোগে’র জবাব দিয়েছেন জেনারেল আজিজ৷

আলোচনায় উঠে এসেছে আল জাজিরা’র তথ্যচিত্র, তা’র ভাইদে’র বিষয়ে নানা অভিযোগসহ বিভিন্ন প্রসঙ্গ৷

চলতি বছরে’র ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান থাকাকালীন আজিজ তা’র ভাইদে’র নিয়ে একটি অনুসন্ধানী তথ্যচিত্র প্রকাশ করে কাতা’রভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা৷ নিয়ে তখন তোলপাড় হয় বাংলাদেশে৷ এই তথ্যচিত্র প্রকাশে’র প’র শুরুতে বিব্রত হয়েছিলেন বলে উল্লেখ করেন আজিজ আহমেদ৷ওই তথ্যচিত্র যখন প্রকাশ হয়, তখন তিনি যুক্তরাষ্ট্র সফরে থাকলেও সেখানে এ’র কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেন আজিজ আহমেদ৷

আল জাজিরা’র ওই তথ্যচিত্রে অভিযোগ করা হয়েছিল, ইসরাইল থেকে স্পাইওয়্যা’র সেনাবাহিনী’র বিভিন্ন ক্রয় প্রক্রিয়ায় জেনারেল আজিজ প্রভাব খাটিয়েছেন৷

অভিযোগে’র বিষয়ে সঞ্চালকে’র প্রশ্নে’র উত্তরে জেনারেল আজিজ দাবি করেন কেনাকাটাগুলো যখন হয়, তখন সেনাপ্রধান হিসেবে এ’র সঙ্গে তা’র কোনো সম্পৃক্ততা ছিল না৷ যদিও তিনি দায়িত্ব নেওয়া’র একদিন প’র নজ’রদারি প্রযুক্তি ক্রয়ে’র স্বাক্ষ’র হয়। তা’র দাবি, প্রক্রিয়াগুলো আগেই সম্পন্ন হয়েছিল।

জেনারেল আজিজ আ’রও বলেন, ‘আমি চ্যালেঞ্জ ক’রছি কেউ যদি কোনো একটাএভিডেন্সদিতে পারে যে আমি বিজিবিতে থাকাকালে, আমি সেনাপ্রধান থাকাকালীন আমা’র কোনো ভাই বা আত্মীয়কে বিজিবি বা সেনাবাহিনী’র কোনো আর্মস, ইক্যুইপমেন্ট, অ্যামুনেশন প্রক্রিউ’রম্যান্ট, কন্ট্রাক্ট দিয়েছি এটা যদি কেউ প্রমাণ ক’রতে পারে আই উইল অ্যাকসেপ্ট অ্যানিথিং। আই অ্যাম রেডি। আই এম গিভিং চ্যালেঞ্জ।

আল জাজিরা’র তথ্যচিত্রে জেনারেল আজিজ তা’র একজন কোর্সমেটে’র কথোপকথন ফাঁস করা হয়। নিয়ে প্রশ্নে’র জবাবে আজিজ আহমেদ দাবি করেন, ‘অডিওটি সঠিক নয়৷ ইট ওয়াজ কাট অ্যান্ড পেস্ট। ইট ওয়াজ টেম্পার্ড।...অনেক কিছু করা হয়েছে।

বিষয়ে লিগ্যাল অ্যাকশন (আইনি পদক্ষেপ) নেওয়া’র পরিকল্পনা করেছেন জানিয়ে জেনারেল আজিজ বলেন, ‘এতদিন আমি ইউনিফর্মে ছিলাম, এটা’র ব্যাপারে যদি আমি কোনো লিগ্যাল অ্যাকশন বা ব্যবস্থা নিতাম অনেকে প্রশ্ন ক’রত যে আই এম এক্সা’রসাইজিং মাই অথরিটি৷ আই এম মিসইউজিং মাই পাওয়া’র (ক্ষমতা’র অপব্যবহা’র) আমি কিন্তু এখন ইউনিফর্মে’র বাইরে আসছি। আগামী জুনে’র ২৫ তারিখে’র প’র আমা’র সম্পূর্ণ রিটায়া’রম্যান্ট শুরু হবে৷ তখন আমি চিন্তা ক’রব, হোয়াট কাইন্ড অব লিগ্যাল অ্যাকশন আই শুড টেক এগেইন্সট দিস কাইন্ড অব প্রোপাগান্ড অ্যান্ড আদা’র থিংস।’ 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top