প্রায় আট বছর পর মামলার রায়

S M Ashraful Azom
0
প্রায় আট বছর পর মামলার রায়



জামালপুর সংবাদদাতা: প্রায় ৮ বছর পর আজ ১৩ ডিসেম্বর জামালপুরের মেলান্দহের আলোচিত একটি মামলার রায় হতে যাচ্ছে।   

মামলার বিবরণে প্রকাশ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৩ সালে মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নের বগা নাংলা গ্রামের আব্দুল মাজেদ গংরা শফিকুল ইসলামের বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুরসহ লোকজনদের মারপিট শেষে মালামাল লুট করে। এক মহিলার গর্ভপাত ঘটায়। 

এতে মহিলাসহ আহত বেশ ক’জনকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ৩ এপ্রিল/১৩ শফিকুল ইসলাম বাদি হয়ে মেলান্দহ থানায় মামলা (নং-২) দায়ের করেন। 

মামলায় ৭জনকে বিবাদি করা হয়। বিচারধিন মামলার সিজেএম নম্বর-১১/২০১৩। 

মামলার তদন্তের ২জনকে বাদ দিয়ে মোট ৫জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন তৎকালীন উপপুলিশ ইন্সপেক্টর খায়রইল ইসলাম। 

বাদি পক্ষের আইনজীবি এডভোকেট আনোয়ার হোসেন জানান-মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষ হয়েছে। 

১৩ ডিসেম্বর মামলার রায় ঘোষণা হবার কথা। বাদি শফিকুল ইসলাম জানান-মহামান্য আদালতের কাছে সুবিচারের আশায় আছি।

  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top