বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন উল্লাপাড়ার মেয়র
উল্লাপাড়া প্রতিনিধি : মুজিব বর্ষে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উল্লাপাড়া পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম।
সোমবার দুপুরে ঢাকা মহানগরের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি পুষ্পস্তবক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন - ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমেদ ফয়সাল, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জীবন, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন নিয়নসহ অন্যান্যরা।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।