বকশীগঞ্জে স্বাস্থবিধি না মানায় ২০ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
🕧Published on:
নূরুজ্জামান খান: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন।
২৫ জানুয়ারি উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা স্বাস্থ্যবিধি প্রতিপালনে সংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১২টি মামলায় ৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।
অপর দিকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় ঘটায় ৮টি মামলায় ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা প্রতাপ নন্দি সহ আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।