ইসলামপুরে নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে ইসলামপুর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মুর্শেদা জামান। এর আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দিলরুবা আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মাহমুদা বেগম।
জেলা প্রশাসক মুর্শেদা জামান বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে।
ইসলামপুর উপজেলায় ইসলামপুর সদর, পলবান্ধা,গোয়ালের চর,গাইবান্ধা ও,চর গোয়ালীনি ইউনিয়ন পরিষদের ৫ জন নব নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।