নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘার দাঁতমানিকা গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার বিকেলে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গত বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়নের দাঁতমানিকা গ্রামের মৃত ওমর আলীর ছেলে জুয়াড়ি উজ্জল হোসেনের বাড়িতে জুয়ার আসর চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালায়।
জুয়াড়ি উজ্জল (৩২) সহ হাতেনাতে গ্রেফতারকৃতরা হলেন- ওই গ্রামের ইয়াকুব আলীর ছেলে আহসান হাবিব আছান (৪৫), আজিম উদ্দিনের ছেলে এমদাদুল হক (৬০) ও নাটোরের সিংড়া উপজেলার চকমাসিন্দা ফয়মপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৪৮)। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে কোর্ট হাজতে প্রেরণ করেছে পুলিশ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।