টিকার কার্ড ছাড়া রেস্টুরেন্টে খাওয়া নিষেধ: স্বাস্থ্যমন্ত্রী

🕧Published on:

টিকার কার্ড ছাড়া রেস্টুরেন্টে খাওয়া নিষেধ স্বাস্থ্যমন্ত্রী



সেবা ডেস্ক: বাংলাদেশ স’রকারে’র স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা’র টিকা কার্ড ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না। আগামী ১৫ দিনে’র মধ্যে বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

গতকাল সোমবা’র সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে’র সম্মেলন কক্ষে করোনাভাইরাসে’র নতুন ধ’রনওমিক্রনইস্যুতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, গণপরিবহনে যাত্রী চলাচলে’র ক্ষেত্রে নির্ধারিত আসনে’র চেয়ে কম যাত্রী পরিবহনে’র বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

এ’র আগে, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকা’র আনোয়ারুল ইসলামে’র সভাপতিত্বে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন- জননিরাপত্তা বিভাগে’র সিনিয়’র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, স্বাস্থ্যসেবা বিভাগে’র সচিব লোকমান হোসেন মিয়া, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ে’র সচিব মোকাম্মেল হোসেন, স্বাস্থ্য অধিদফতরে’র মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশা’র মোহাম্মদ খু’রশীদ আলম, তথ্য সম্প্রচা’র মন্ত্রণালয়ে’র সচিব মকবুল হোসেন, তথ্য অধিদফতরে’র প্রধান তথ্য অফিসা’র (অতিরিক্ত দায়িত্ব) শাহেনু’র মিয়া। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।