জামালপুরে মাদক মামলার পলাতক আসামী র‌্যাবের অভিযানে গ্রেফতার

🕧Published on:

জামালপুরে মাদক মামলার পলাতক আসামী র‌্যাবের অভিযানে গ্রেফতার



নূরুজ্জামান খান: জামালপুরের সদর থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলায় সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। 


জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) ভোর ০৫.৩০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ০১ (এক) জন মাদক মামলার সাঁজা প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আঃ রাজ্জাক @ রেজ্জাক, পিতা-মৃত গোলাম মোকছেদ, সাং-চাকদহ, থানা-মেলান্দাহ, জেলা-জামালপুর এর বিরুদ্ধে দায়রা ৭০৩/১৭, জিআর নং-১৩৮/২২ এবং দায়রা-৭০/১৭, জিআর নং-১০৭/২২। ধারা-১৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/০৪) ১৯(১) টেবিল ১(ক) মোতাবেক অভিযুক্ত। এখানে উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে মেলান্দাহ থানায় ০২ (দুই) টি মাদক মামলা রয়েছে উক্ত মামলায় তিনি সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী।  

উক্ত মামলার সত্যতা যাচাই পূর্বক গ্রেফতারকৃত আসামীকে মেলান্দাহ থানায় হস্তান্তর করা হয়।


উল্লেখ্য, বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রান্তিলগ্নে “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে জন্ম হয় র‌্যাপিড এ্যাকশ ব্যাটালিয়ন (র‌্যাব) এর। প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। বিভিন্ন ধরনেল চাঞ্চল্যকর অপরাধের স্বরূপ উৎঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার কারণেই এই প্রতিষ্ঠান মানুষের কাছে আস্থা ও নিরাপত্তার অন্য নাম হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে। র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, মানব-পাচার, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে; যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।