কুড়িগ্রামে ১১ জন মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
🕧Published on:
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে কুড়িগ্রামে ১১জন মহিলা বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা থেকে সরাসরি ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি।
উক্ত অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভার্চুয়ালী অংশগ্রহন করেন জেলার জীবিত ১০ মহিলা বীর মুক্তিযোদ্ধা। এসময় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি বীরপ্রতীককেও সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহানা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা হিসেবে ক্রেস্ট, শাড়ী, শাল ও মাস্ক বিতরণ করা হয়।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।