রৌমারীতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে বিক্ষোভ
শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শিক্ষা ধ্বংসের চক্রান্ত রুখে দাড়াও, স্বাস্থ্যবিধি অক্ষুন্ন রেখে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও, শিক্ষা বাঁচাও দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা শাখার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মহিলা কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেট সংলগ্ন ডিসি রাস্তায় একটি মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক বাসদের সাধারন সম্পাদক কমরেড শেখ আ: খালেক, রৌমারী উপজেলা শাখার ছাত্রফ্রন্টের সংগঠক শিমুল আহমেদ শাকিল, কর্মী শাহাদত হোসেন ও আমির হোসেন, সদস্য সবুজ রায়হান প্রমূখ।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।