বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সুধীজনদের সংবর্ধনা
🕧Published on:
নূরুজ্জামান খান: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সুধীজন, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক পরিবারের কৃতি সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় ও সভাপতি হেদায়েত উল্লাহ হুসনার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আফসার আলী, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি, বগারচর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রমানিক, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোখলেসুর রহমান জুয়েল তালুকদার, বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দসহ উপজেলার বিভিন্ন স্থরের সুধিজন।
এছাড়াও বাংলা নিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম ২০২১ সালের নভেম্বর মাসে সারাদেশের শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।