মেলান্দহে ধর্ষণ মামলায় ছাত্র লীগ নেতা গ্রেপ্তার

🕧Published on:

মেলান্দহে ধর্ষণ মামলায় ছাত্র লীগ নেতা গ্রেপ্তার



জামালপুর সংবাদদাতা: ছাত্রীকে ধর্ষণ ঘটনায় জামালপুরের মেলান্দহে ছাত্রলীগ নেতা বিশাল উদ্দিন (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত বিশাল উদ্দিন থুরি টনকিপাড়া গ্রামের আজহার উদ্দিনের ছেলে। সে আদ্রা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।

জানা গেছে, ১৪ বছরের এক ছাত্রী বিশাল উদ্দিনের কোচিং সেন্টারে পড়তে আসে। এ সুবাদে ওই ছাত্রীকে কয়েক দফা ধর্ষণের ফলে ৫ মাসের অন্তস্বত্ত¡া হয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয়ভাবে কয়েক দফা দেনদরবারও হয়।

অফিসার ইনচার্জ মায়নুল ইসলাম জানান-মামলার প্রেক্ষিতে বিশাল উদ্দিনকে গ্রেপ্তার শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ এবং ছাত্রলীগের সভাপতি আল আমিন জানান-অভিযুক্ত ছাত্র লীগ নেতা বিশাল উদ্দিনকে দলকে বহিস্কারের সিদ্ধান্ত হয়েছে।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।