উল্লাপাড়ায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার নেওয়ারগাছা জহুরা -মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলে করিম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টায় বিদ্যালয় চত্বরে শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সমম্বয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোঃ আব্দুল বাতেন হিরু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে এম শামসুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সিরাজগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুফ উল্লাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক সাব্বিরুল ইসলাম, বিদ্যালয়ের বিদ্যুৎসাহি সদস্য উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোছাঃ লাভলী পারভীন, সাবেক পৌর কাউন্সিল উপজেলা কৃষকলীগের সভাপতি আলাউদ্দীন তালুকদার, খাদিজা সাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম হিরা, বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মোঃ ফজলে করিম, ধর্মীয় শিক্ষক শামসুল হক, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মহারম আলী এবং অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আখি মনি।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।