কথা রাখলেন জামালপুরের এসপি নাছির উদ্দিন আহমেদ

🕧Published on:

কথা রাখলেন জামালপুরের এসপি নাছির উদ্দিন আহমেদ
কৃতজ্ঞতা: ফেসবুক



 : গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে, জেলা প্রশাসন জামালপুর কর্তৃক আয়োজিত "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন" বিষয়ে আলোচনা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মুর্শেদা জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি, বাকী বিল্লাহ, জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাগনসহ বীর মুক্তিযোদ্ধাগনের উপস্থিতিতে  বিশেষ অতিথি'র বক্তব্যে জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেছিলেন, বীর মুক্তিযোদ্ধাগন হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধাগন যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন বলেই আজকে আমরা স্বাধীন। তাই আমাদের উচিত যার যার অবস্থান থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া। সেই লক্ষ্যে জামালপুর জেলা পুলিশের সকল ইউনিটে বীর মুক্তিযোদ্ধাগনের জন্য একটি করে আসন সংরক্ষিত রাখবেন বলে ঘোষণা করেছিলেন।


তারই ধারাবাহিকতায় জেলা পুলিশের সকল সার্কেল অফিস, থানা,তদন্ত কেন্দ্র, ফাঁড়িসহ পুলিশ সুপারের কার্যালয় কক্ষে একটি করে আসন সংরক্ষিত করা হয়েছে।

পুলিশ সুপারের এরকম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার বীরমুক্তিযোদ্ধাগণ। বীরমুক্তিযোদ্ধারা নাছির উদ্দিন আহমেদদকে ধন্যবাদ জ্ঞাপন করেন।  


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।